
ঝালকাঠির নলছিটির বহরমপুরে ভুট্টা চাষে যান্ত্রিকীকরণ স্মার্ট কৃষির সূচনা
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলা বহরমপুর গ্রামে উচ্চ শিক্ষিত মোঃ নাজমুল হাসান টিটু এলাকার পতিত থাকা জমিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে স্মার্ট কৃষির সূচনা করেছেন। তিনি এবছর প্রায় ২০ একর পতিত থাকা জমিতে ভুট্টার চাষ করছেন এবং সে বীজ রোপনের জন্য ড্রাম সিডার, পাওয়ার স্প্রে, পাওয়ার টিলার, সাইলেন্স মেশিন ক্রয় করে কৃষি কাজে নেমেছে। সাইলেন্সার মেশিন দিয়ে…