
ঝালকাঠিতে মনসা মন্দিরে প্রতিমা ভাংচুরকারী গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির বাড়ৈইকরণ সংলগ্ন চর কুতুবকাঠি সাধুপালের বসতবাড়ির মনসা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে মাসুম খান (৩০) নামের এক যুবক। শনিবার ভোর রাতে মাসুম খান রামদা নিয়ে মন্দিরের দরজা কুপিয়ে ও ভেঙ্গে ফেলে ভিতরের প্রতিমা ভাংচুর করে কিছু অংশ পার্শ্ববর্তী নদীতে ফেলে দেয় এবং এই পরিবারে মৃৎশিল্পের তৈরি করা সামগ্রীয় কুপিয়ে তছনছ করে দেয়। মাসুম…