
ঝালকাঠিতে এসেছে ব্র্যাক শিক্ষা কর্মসূচির ৩টি তরী
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির সুগন্ধা নদী সংলগ্ন পৌর মিনি পার্কে “ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায়” কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় পরিচালিত তিনটি বিজ্ঞান তরী, গণিত তরী এবং মূল্যবোধ তরী রয়েছে। নৌকাগুলো গণিত, বিজ্ঞান ও মূল্যবোধ বিষয়ক নানা উপকরণ যেমন: পাই চার্ট, জ্যামিতিক পরিমাপের ব্যবহার, সরল দোলক, নিউটনের…