
জুলাই মাসে অস্ট্রিয়ার আলপেন পর্বতে ব্যাপক তুষারপাত
১৯৫৪ সালের পর অর্থাৎ ৭১ বছর পর এবছর আবার জুলাই মাসে অস্ট্রিয়ার পাহাড়ে ব্যাপক তুষারপাত হচ্ছে। আজ রাতে ভিয়েনার তাপমাত্রা +১০ থেকে +১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (১০ জুলাই) অস্ট্রিয়ার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তনের কথা জানিয়েছে অস্ট্রিয়ার আবহাওয়ার সিভিয়ার সেন্টার। অস্ট্রিয়ার জাতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী গত দুইদিন যাবত পশ্চিমের রাজ্য Tirol এবং…