
জার্মানিতে পরিবহন ধর্মঘটের কারণে অস্ট্রিয়ায় অনেক ট্রেন ও ফ্লাইট বাতিল
কবির আহমেদ, ভিয়েনা: ধর্মগটের কারণে ন্থবির জার্মানির যোগাযোগ ব্যবস্থা। রবিবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে আছে দেশটির ট্রেন, বাস এবং বিমান যোগাযোগ। জার্মানির ধর্মঘটের প্রভাব পড়েছে পাশের দেশ অস্ট্রিয়াতে। ২৪ ঘন্টার সতর্কতা ধর্মঘটের ফলে অস্ট্রিয়াতেও রেল ও বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। অনেক ট্রেন ও ফ্লাইট বাতিল করা হয়েছে। ট্রেন সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ জার্মানি থেকে আসা…