
জংলি সিনেমায় জুটি বাঁধলেন বুবলী ও সিয়াম
বিনোদন ডেস্ক: গেল মাসে চিত্রনায়ক সিয়ামের জন্মদিনে নতুন ছবির ঘোষণা আসে। ছবির নাম ‘জংলি’। এম রাহিম পরিচালিত ছবিটির লুক পোস্টারে সিয়ামের দুর্দান্ত লুক ইতিমধ্যে ভাইরাল! তবে ‘জংলি’তে সিয়ামের বিপরীতে কে হবেন নায়িকা, তখন তা জানানো হয়নি। এবার জানা গেল সে তথ্যও। ‘জংলি’-তে সিয়ামের বিপরীতে দেখা যাবে সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে। একটি ফার্ষ্টলুক পোস্টার প্রকাশ…