
চরফ্যাশনে চোর চক্রের হয়রানীমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে চোর চক্রের সদস্যদের মধ্যে ভাগভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চোর সরদার শাজাহান মিন্টিজের দুই চোখ উপড়ে দেন তার সাঙ্গপাঙ্গরা। এ ঘটনায় গত ৮ মার্চ চোর সরদার মিন্টিজের মা নুরবানু বাদি হয়ে ৭ গ্রামবাসীকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলা কে হয়রানিমূলক আখ্যা দিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।…