
চুন তৈরির কাঁচামালের দাম বৃদ্ধি এবং শামুক ঝিনুকের অভাবে ঝালকাঠির চুনারুদের দূর্দিন
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির চুন তৈরি উপাদানের শামক ও ঝিনিুকের সংকট এবং অপ্রতুলতার কারণে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় প্রাচীন এ পেশা ছেড়ে যাচ্ছেন অনেক কারিগররা। সরকারি সহযোগিতা পেলে প্রাচিন ও ঐতিহ্যবাহী এপেশা বিলুপ্তির হাত থেকে রক্ষাপাবে দাবি করে এই পেশাটিকে টিকেয়ে রাখতে সরকারি সহযোগিতা কামনা করছেন তারা। বিসিকের পক্ষ থেকে চুনারুদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করা…