
চরফ্যাসনে মেঘনায় রক্ষাবাঁধে শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার ভাঙ্গনের রক্ষাবাঁধের জরুরী মেরামত কাজে নিয়োজিত শাহীন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছে।মঙ্গলবার দুপুর দেড়টায় এই নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। নিখোঁজ শাহীন উপজেলার আছলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের বাদ্সু হাওলাদারের ছেলে ও জিও ব্যাগ জরুরী মেরামত কাজের শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, নদীর তীর রক্ষায় গত ৩ মাস…