
চরফ্যাসনে খালে বাঁধ দিয়ে মাছ চাষ, হুমকির মুখে ৩ হাজার একর ফসলি জমি
তিন গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন চরফ্যাসন(ভোলা)প্রতিনিধিঃ ভোলার চরফ্যাসনের চর মানিকা ইউনিয়নের ”বেবাইজ্যার খাল’এ বাঁধ দিয়ে মাছচাষের ঘের নির্মানের কারণে ৩ হাজার একর কৃষিজমি অনাবাদি থাকার ঝুঁকিতে পরেছে। পাশাপাশি তিনটি গ্রামের ২শতাধিক মাছধরা ট্রলার এবং জনসাধারণের পণ্য পরিবহনে নৌ যোগাযোগ থমকে গেছে। গুরুত্বপূর্ণ খালটি বাঁধ দিয়ে অবরুদ্ধ করার ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এই…