
গ্ৰিসে ৬০ বছরের বেশি বয়সীদের টিকা না নিলে জরিমানা-প্রধান মন্ত্রী
কামরুজ্জামান ভূঁইয়া ডালিম, গ্রিস প্রতিনিধিঃ গ্ৰিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস মঙ্গলবার সকালে একটি টেলিকনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভায় তার সূচনা বক্তব্যে ছুটির দিন এবং ওমিক্রন মিউটেশনের উপস্থিতির পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য সম্পর্কে ঘোষণা দিয়েছেন। ৬০ বছর বেশি বয়সীদের টিকা বাধ্যতামূলক ঘোষণা করেছেন, যা কিনা কার্যকর হবে ১৬ জানুয়ারি থেকে। ১৬ জানুয়ারি আগে থেকে কেহ যদি টিকা গ্রহণ না করেন তাদেরকে…