
শীঘ্রই করোনা সার্টিফিকেট বা গ্রীণ পাস চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)
ইউরোপ ডেস্কঃ ইউরোপী ইউনিয়নের নেতৃবৃন্দ সপ্তাহান্তে ইইউর নাগরিকদের অবাধে সদস্য দেশ সমূহে ভ্রমণের জন্য ডিজিটাল করোনার সার্টিফিকেট বা গ্রীন পাসপোর্ট প্রবর্তন করতে সম্মত হয়েছেন। ইইউর সদর দফতর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে ইউরো নিউজ এই তথ্য জানিয়েছেন। ব্রাসেলসে ইইউর সংসদে পর্তুগিজ রাষ্ট্রপতি ইইউর পক্ষে বলেন যে,ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ জুনের শেষের দিকে নিজেদের মধ্যে আগামী গ্রীষ্মের ভ্রমণ…