গ্রিক দ্বীপ ক্রেটে ৬.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: গ্রীসের ক্রেট দ্বীপে শক্তিশালী ৬.৩ মাত্রার ভূমিকম্প মঙ্গলবার আঘাত হেনেছে। এথেন্স অবজারভেটরি জানিয়েছে, ভূমিকম্পে কেউ হতাহত হয়নি। খবর এএফপি’র। অবজারভেটরি এক বিবৃতিতে বলেছে, গ্রিনিজ মান সময় ০৯২৪ টায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এথেন্সের ৪০৫ কিলোমিটার (২৫০ মাইল) দক্ষিণ-পূর্বে সমুদ্রের গভীরে ও জাক্রোস গ্রাম থেকে ২৪ কিলোমিটার দূরে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ক্রেট ও  ডোডেকানিজ…

Read More
Translate »