
গাছে গরীবের ‘সুপারশপ’
ঝিনাইদহ প্রতিনিধি: সড়কের পাশে শতবর্ষী কড়াই গাছ। সেই গাছের সাথেই গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী সবজির দোকান। মাটি থেকে কয়েকফুট উপরে খড় দিয়ে তৈরী করা হয়েছে চালা। তার নিচে কাঠ ও বাশ দিয়ে করা হয়েছে সবজির রাখার জন্য ৪ স্তরের র্যাক। সেখানে সাজানো রয়েছে টাটকা,তরতাজা সবজি। প্রত্যেকটি সবজির দামও লিখে রাখা হয়েছে সবজির পাশে। স্থানীয়রা এই দোকানটিকে…