
‘গরু চোর সন্দেহ’ গণপিটুনিতে নিহত ১, আহত ২
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে রাশেদ শেখ (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও রাজেদুল ইসলাম ও বজলুর রহমান বটু নামের আরো ২জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১২সেপ্টম্বর) সকালে উপজেলার এসবিকে ইউপির ভালাইপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাশেদ শেখ উপজেলার ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। আহতরা হলেন রাশেদ শেখের আপন ভাই রাজেদুল শেখ ও…