
গমে ইঁদুরের আক্রমণ!
ঝিনাইদহ প্রতিনিধি: গমে দেখা দিয়েছিল ব্লাসটের সংক্রমণ। তাতে আবাদ প্রায় ছেড়েই দিয়েছিল কৃষকরা। তবে এবছর আবার আবাদ শুরু করলে ফলন ভাল হয়েছে। তাতে কৃষকের মন ভাল থাকারই কথা। কিন্তু না,নতুন এক সমস্যার মুখে পড়েছে কৃষকরা। গমে দেখা দিয়েছে ইঁদুরের আক্রমণ। তাতে ব্যাপক লোকসানের মুখে পড়েছে কৃষকরা। অনেকেই ইঁদুর মারতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শমতো ক্ষেতে ওষুধ…