
খেলার মাঠে সড়ক নির্মাণ সামগ্রী !
ঝিনাইদহ প্রতিনিধি: ফেলে রাখা হয়েছে পাথর। মাঠজুড়ে ছড়িয়ে আছে পাথরের কুচি। সারাক্ষণ ওঠা-নামা করছে পাথরবোঝাই ট্রাক ও ভারী যন্ত্র। মাঠটির পশ্চিম পাশে বসানো হয়েছে পাথর-বালু মিশ্রণের জন্য প্লান্ট মেশিন। বিকট শব্দে চলছে সেটি। রাস্তার সঙ্গে মাটি খুঁড়ে পিচ (বিটুমিন) গলানোর জন্য স্থাপন করা হয়েছে চুলা। নির্মাণসামগ্রীর ধুলাবালি এবং বিটুমিন গলানোর কাজে ব্যবহৃত টায়ার পোড়ানোর তীব্র…