
কিছু ক্ষতি হয়েছে, ২মন ধান দিয়ে দেব
ঝিনাইদহ প্রতিনিধিঃ শনিবার সারাদিনও জমিতে বাতাসে দোল খাচ্ছিল বাড়ন্ত ধান গাছ। তা দেখে মনে ছিল আনন্দ, কমতি ছিল না স্বপ্নেরও। তবে সকাল হতে না হতেই সেই স্বপ্ন ফিকে হয়ে যায় কৃষক গিরীন চন্দ্র ও রমজান জোয়ার্দ্দারের। রাতের আধারে পাল্টে গেছে ধানক্ষেতের চিত্র। সবুজ ধানক্ষেত এখন হয়েছে যুবলীগ নেতার পুকুর। ভোরে কৃষকদের বাড়িতে গিয়ে ঐ নেতা বলছেন…