
কাপড়ের ফুলে মানিকের জীবিকা
মনজুর রহমান,ভোলা প্রতিনিধি: প্রকৃতীতে বইতে শুরু করছে বসন্তের ফাল্গুনের হাওয়া।এক চিলতে রোদে সকাল সকাল ফুল নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাড়িয়ে আছে মো: মানিক(৩০)। তবে এ ফুল কোন সুবাস না ছড়ালেও সৌন্দর্য বাড়ায় কারন এগুলো কাপড়ের ফুল। স্কুল পড়ুয়া শিশুদের কাছে অন্যরকম আনন্দ দেয় এ ফুল। মানিক সংসার খরচ চলাতে জীবিকার জন্য বিভিন্ন জেলার গ্রামের…