
ঝালকাঠিত কাঠালিয়া উপজেলায় বিএডিসির খাল খনন
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আওরাবুনিয়া ইউনিয়নে কালার ও বালার নাম দুইটি খাল খনন শুরু হয়ছে। স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভেনস এর আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পারেশনের বিএডিসির দুটি খাল খনন করছেন। আজ ১৫ জানুয়ারী শনিবার দুপুর এ খাল খনন শুরু হয়। কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। অন্যদের মধ্যে…