
কলার সুপারহিট ফলনে উদ্ভাসিত বাগেরহাটের মোরেলগঞ্জ
বাংলাদেশ ডেস্ক থেকে রিপন শানঃ শ্রমের সুফল দেখে আনন্দিত কৃষক । সবুজস্নিগ্ধ বুকের জমিনে সবার প্রিয় ফল বহুমাত্রিক পুষ্টিতে ভরপুর কলার বাম্পার ফলন ঈদের আগেই অন্যরকম এক ঈদ উৎসব বয়ে এনেছে কৃষকজীবনে । বলছিলাম ঐতিহ্যবাহী বাগেরহাটের মোরেলগঞ্জের কথা । বাগেরহাটের মোরেলগঞ্জে এ বছর কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার ন্যায্যমূল্য পাওয়ায় কৃষকের মুখে ফুটেছে…