
কর্তৃপক্ষের ভুলে জাতীয় পরিচয় পত্রে নিজের ছবির বদলে নারীর ছবি
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ মো. ইকবাল। একজন তরুণ তিনি। তবে তার জাতীয় পরিচয়পত্রে নিজের ছবির বদলে এসেছে এক নারীর ছবি। এতে করে বিড়ম্বনায় পড়েছেন ইকবাল। এমনকি জাতীয় পরিচয় পত্রের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন ভুলে হতবাকও তিনি। ইকবাল ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাহাদুর চৌমুহনী এলাকার ভবানী বাড়ির মফিজের ছেলে। অভিযোগ করে ইকবাল বলেন, জরুরী প্রয়োজনে…