
অস্ট্রিয়ায় ১ জুলাই থেকে প্রায় সকল করোনার বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে
২২ জুলাই থেকে নাক ও মুখের সুরক্ষা বন্ধনী মাস্ক পড়ার বাধ্যবাধকতা আর থাকছে না ইউরোপ ডেস্কঃ গতকাল অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ (ÖVP) এবং স্বাস্থ্যমন্ত্রী ডা.ভল্ফগাং মুকস্টাইন( Grüne) ভিয়েনায় এক সাংবাদিক সম্মেলনে করোনার বিধিনিষেধের প্রায় সবই তুলে নেওয়ার ঘোষণা দেন। সাংবাদিক সম্মেলনে সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জ বলেন, ১ জুলাই থেকে অস্ট্রিয়ায় আমরা আনন্দ ও…