
অস্ট্রিয়ার কোন রাজ্যই আর করোনার ট্র্যাফিক লাইটের লাল জোনে নেই
অস্ট্রিয়ায় প্রায় দীর্ঘ ৭ মাস পর করোনার আইসিইউ রোগীর সংখ্যা ২০০ শতের নীচে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার করোনা কমিশন তাদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে অস্ট্রিয়াকে করোনার বিপদজনক লাল জোন মুক্ত ঘোষণা করেছেন। বর্তমানে সমগ্র অস্ট্রিয়াতেই করোনার সংক্রমণের বিস্তার ক্রমাগত কমে আসছে। ফলে অস্ট্রিয়ার করোনা কমিশন দীর্ঘ প্রায় ৬ মাস পর দেশকে লাল জোন মুক্ত ঘোষণা করলেন। করোনার…