
কমিটি ঘোষণার পরই চট্টগ্রাম যুবলীগের দুই সহ-সভাপতি’র পদত্যাগ
চট্টগ্রাম প্রতিনিধি, ইবিটাইমস: চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের কমিটি ঘোষণার একদিন না যেতেই দুই সহ-সভাপতি নুরুল মোস্তফা মানিক ও রাজীবুল আহসান সুমন’ পদত্যাগ করেছেন। তারা সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। প্রত্যাশিত পদ না পাওয়ায় জুনিয়রের অধীনে কাজ না করার আগ্রহে পদত্যাগের কথা জানিযেছেন। সম্মেলনের প্রায় সাড়ে আট মাস পর উত্তর জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয় সোমবার…