
ওমিক্রণ Ω ‘ডেল্টা Δ করোণা ভাইরাসের সকল নামগুলা দেওয়া হয়েছে গ্ৰিক বর্ণমালা থেকে
কামরুজ্জামান ভূঁইয়া ডালিম,গ্রিস প্রতিনিধিঃ প্রাচীন সভ্যতার দেশ গ্রিক। সমগ্র পৃথিবীতে হাজারো ভাষা আছে তারমধ্যে প্রাচীনতম ভাষা এবং বর্ণমালা হল গ্রিক বর্ণমালা আলফাবেট। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের এ ভ্যারিয়েন্টটির নাম দেওয়া হয়েছে গ্রিক বর্ণমালার পঞ্চদশ অক্ষরের নামে। এই ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বজুড়ে দেখা দিয়েছে উদ্বেগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চলতি বছরের মে মাসে নামকরণের এই পদ্ধতি…