
এসিল্যান্ডের ঘুস কান্ড; নাজিরপুরের ৪ তহশিলদারকে বদলি
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরের এসিল্যান্ডের ঘুস কান্ডের ঘটনায় ৪ তহশিলদার ও সহকারী তহশিলদারকে বদলি করা হয়েছে। উপজেলা নির্বাহী কমকর্তা ডাক্তার সি ব দাশ সোমবার (২৩ অক্টোবর) ওই সব তহশিলদার ও সহকারী তহশিলদারদের বদলি ও অবমুক্তের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ববিবার বিকালে (২২ অক্টোবর) ওই সব তহশিলদারদের অবমুক্ত করা হয়েছে। এর আগে গত ১৯…