
উত্তর ইতালির বোলজানোর ব্রিক্সনে বৈশাখী উৎসব অনুষ্ঠিত
পশ্চিম অস্ট্রিয়া সংলগ্ন উত্তর ইতালির বোলজানো বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এই জাঁকজমক বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে ইউরোপ ডেস্কঃ গেল সপ্তাহান্তে ইতালির বোলজানো বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে আমাদের আবহমান বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য কে ধারণ করে এই প্রবাসের মাটিতেও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ঘটা করে পালন করা হলো বাংলা নতুন বছর ১৪৩১ উপলক্ষ্যে বৈশাখী উৎসব । উত্তর বোলজানো…