
ঈদ উপলক্ষে লালমোহনের দর্জিদের ঘুম নেই
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ আসন্ন ঈদ-উল ফিতরকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে ভোলার লালমোহনের দর্জিদের। মানুষজন তাদের পছন্দের পোষাক আর কাপড় নিয়ে আসছেন দর্জির কাছে। এতে করে ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে দর্জিদের নতুন জামা-কাপড় সেলাই ও ফিটিংয়ের কাজ। এ কাজ করে এক-একজন দর্জি বর্তমানে দেড় হাজার টাকার মতো দৈনিক আয় করছেন। পৌরসভার মো….