
ইতালিতে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি
ইউরোপ ডেস্কঃ সংবাদ সংস্থা এএফপি জানিয়েছেন,ইতালিতে গতকাল সোমবার করোনার সংক্রমণের বিস্তার কমে আসায় আরও চারটি অঞ্চলকে বিপদমুক্ত ‘সাদা’ জোন ঘোষণা করা হয়েছে। নতুন করে সাদা জোন ঘোষিত অঞ্চল সমূহ হল – আব্রুজ্জো, লিগুরিয়া, আম্বরিয়া এবং ভেনেটো। এই অঞ্চলগুলিকে ‘সাদা’ জোনের স্থিতিতে নামিয়ে আনার ফলে এই অঞ্চলে সমূহে এখন করোনার বিধিনিষেধ শিথিল করা হবে। ইতালির স্থানীয়…