
উত্তর ইতালিতে উড়ন্ত ক্যাবল কার দুর্ঘটনায় ১৩ জন নিহত,আহত ২
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর ইতালি থেকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছেন যে,উত্তর ইতালির মাগজিওর লেকের কাছে মোটারোন পর্বতের চূড়ার কাছে একটি চলন্ত ক্যাবল কার তার ছিঁড়ে ছিটকে পড়লে ১৩ জন নিহত এবং ২ জন শিশু আহত হয়েছে। সংবাদ সংস্থাটি জানিয়েছেন রবিবার স্থানীয় সময় বেলা ১:৩০ মিনিটে ইতালির জাতীয় দমকল ও উদ্ধার পরিষেবা,ভিগিলি ডেল ফুয়োকো এই দুর্ঘটনার…