
ইজিবাইক জটে ‘স্থবির’ শহর
ঝিনাইদহ প্রতিনিধি: শহরটি যেন শুধুই ইজিবাইকের। অদক্ষ চালক,যেখানে-সেখানে ইউটার্ন নেওয়া এবং যাত্রী ওঠানো-নামানোয় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চরম দুর্ভোগের শিকার হয় বাসিন্দারা। শুধু যানজটই নয়,ঘটছে ছোট বড় দুর্ঘটনা। হচ্ছে প্রাণহানিও। দিন যত যাচ্ছে ঝিনাইদহে ইজিবাইকের সংখ্যাও তত বাড়ছে। যানজটের অন্যতম কারণ হিসেবে সরু সড়কে বিশৃঙ্খলভাবে ইজিবাইকের চলাচলকেই দুষছেন শহরবাসী। যানজটের…