
ইইউতে থাকা ন্যাটো দেশগুলো অস্ট্রিয়াকে সুরক্ষার আশ্বাস দিয়েছে
অস্ট্রিয়া ন্যাটো জোটের সদস্য না হলেও ইইউর দেশ হিসাবে ন্যাটো ভুক্ত ইইউর সদস্য দেশগুলোর সামরিক সুরক্ষার সহায়তা পাবে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে,অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) অস্ট্রিয়ার জনপ্রিয় রাজনৈতিক দৈনিক পত্রিকা হিসাবে খ্যাত “ডের স্ট্যান্ডার্ড”এর সাথে এক সাক্ষাৎকারে বলেন,ইইউর কোন আলাদা সেনাবাহিনী থাকবে না। প্যারিসে গত সপ্তাহান্তে ইইউ শীর্ষ সম্মেলনে,…