
‘আমাগের সব নদীতে গিলে খাইছে’
ঝিনাইদহ প্রতিনিধি: গড়াইপাড়ে সন্ধ্যা নামছে নিয়ম করেই। নীড়ে ফিরে আসছে পাখিরাও। কিন্তু মানুষ হয়েও নিজেদের ঘরে ফেরার সাহস করতে পারছেন না ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গড়াই নদীর তীরে বসবাসরত অনেকেই। মানুষগুলো এখন তাকিয়ে থাকছেন গড়াইয়ের দিকে। তাদের এত ভালোবাসার নদী এতদিন ধরে বিস্তীর্ণ ফসলের মাঠ,বসতবাড়ী,ছোটবড় সড়ক,স্থাপনা নিজের উদরে নিয়েছে। এখন তা ফের ধেয়ে আসছে তাদের শেষ…