
আধুনিক পশ্চিমা জগতের দার্শনিক ও দর্শন শাস্ত্রের চরণভূমি গ্রীস
গ্রীসকে আধুনিক পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার এবং গণতন্ত্রের জন্মদায়ক স্থান হিসেবে গণ্য করা হয় কবির আহমেদ, ভিয়েনা, অষ্ট্রিয়াঃ প্রাকৃতিকভাবেই গ্রীস পৃথিবীর অন্যতম একটি সুন্দর দেশ। তাই প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা এই দেশে বেড়াতে আসেন। অস্ট্রিয়া সহ ইউরোপের প্রায় প্রতিটি দেশের পর্যটকরা গ্রীসে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসেন। এজিয়ান সাগরে গ্রীসের দ্বীপ সান্তোরিনির কথা…