
দুর্নীতির অভিযোগে বিচারের মুখে অস্ট্রিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী স্ট্রাখে
দোষী সাব্যস্ত হলে পাঁচ বছরের জেল হবে সাবেক এই উপ-প্রধানমন্ত্রী ও FPÖ এর চেয়ারম্যান হাইঞ্জ ক্রিশ্চিয়ান স্ট্রাখের ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা রাজ্যের বিচারক ক্লাউডিয়া মোরাভেচ লোইডয়েটের আদালতে সাবেক এই জাদরেল রাজনীতিবিদের বিরুদ্ধে ৪ দিন ব্যাপী দুর্নীতির মামলা শুরু হয়েছে। এপিএ জানিয়েছেন তার বিরুদ্ধে আনীত মামলায় তিনি দোষী সাব্যস্ত…