
অস্ট্রিয়া নিরপেক্ষতা হারিয়েছে বলে রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান নেহামারের
অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার (ÖVP) রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন যে, অস্ট্রিয়া একটি নিরপেক্ষ এবং নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে তার অবস্থানকে সম্মান করে ইউরোপ ডেস্কঃ শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) ভিয়েনা সফররত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, “আমরা নিরপেক্ষ নই বলে রাশিয়ার অভিযোগ ভিত্তিহীন।” নেহামার বলেন,মস্কোতে কর্মরত…