
অস্ট্রিয়া খুব দ্রুত স্বাভাবিক যাত্রায় ফিরে আসছে-সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জ
অস্ট্রিয়ার সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা ঈঙ্গিত দিয়েছেন যে শীঘ্রই দেশে মাস্ক পড়ার বাধ্য-বাধ্যকতা থাকছে না ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর(প্রধানমন্ত্রী) সেবাস্তিয়ান কুর্জ (ÖVP) আজ ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন। এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার ভল্ফগ্যাং মুকস্টাইন (Greens) এবং ভিডিও কনফারেন্সে মাধ্যমে অস্ট্রিয়ার ভ্যাকসিন বিশেষজ্ঞ ডা. প্রফেসর হারভিগ কল্লারিটস। সরকার প্রধান…