
অস্ট্রিয়ার সংসদ নির্বাচনে জয়লাভ করেও সরকার গঠনে কোয়ালিশন পার্টনার খুঁজে পাচ্ছে না FPÖ
অস্ট্রিয়ান ফ্রিডম পার্টি গত সংসদ নির্বাচনে প্রায় ২৯ শতাংশ ভোট পায়। দলটির প্রধান হার্বার্ট কিকল এখন চেষ্টা করছে দুই দলীয় জোট গঠন করতে ভিয়েনা ডেস্কঃ শনিবার (৫ অক্টোবর) অস্ট্রিয়ান ফ্রিডম পার্টির (FPÖ) প্রধান হার্বার্ট কিকল গতকাল ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফান ডার বেলেনের সাথে তার শুক্রবার (৪ অক্টোবর) বৈঠকের ব্যাপারে এক সংবাদ সম্মেলন করেন। ফ্রিডম পার্টি…