
অস্ট্রিয়ার তিন রাজ্যে করোনার ওমিক্রোন ভাইরাসের সংক্রমণের আশঙ্কা
করোনার সংক্রমণে অস্ট্রিয়া ইইউর মধ্যে তৃতীয় অবস্থানে আছে বলে জানিয়েছে এজিইএস (AGES) অস্ট্রিয়া ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে অস্ট্রিয়ার তিনটি ফেডারেল রাজ্যে ইতিমধ্যেই করোনাভাইরাসের নতুন পরিবর্তিত রূপ ওমিক্রোন ভাইরাস শনাক্তের আশঙ্কা প্রবল জোরদার হচ্ছে। এপিএ আরও জানায় অস্ট্রিয়ার Tirol রাজ্যে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত ব্যক্তির শরীরে নতুন ভাইরাস ওমিক্রোন শনাক্ত হয়েছে এবং তার…