
ভিয়েনার পর অস্ট্রিয়ার আরও তিন রাজ্য করোনার কমলা জোনে
অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন আজ আরও তিনটি রাজ্যকে করোনার অতি ঝুঁকিপূর্ণ কমলা জোন ঘোষণা করেছে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থার এপিএ জানিয়েছেন আজ বৃহস্পতিবার ২ নভেম্বর অস্ট্রিয়ার করোনার ট্রাফিক লাইট কমিশন তাদের নিয়মিত বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গত সপ্তাহে করোনার লাইট কমিশন রাজধানী ভিয়েনাকে কমলা জোন এবং দেশের বাকী সমস্ত…