
অস্ট্রিয়ায় ২৫ বছরের মধ্যে এই বৎসর সবচেয়ে শীতল বসন্ত
আগামীকাল থেকে অস্ট্রিয়ায় একটানা ৯ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ইউরোপ ডেস্কঃ গত সপ্তাহান্তের একটানা বৃষ্টিপাতের পর আজ বুধবার ২৬ মে অনেকটাই রৌদ্রোজ্জ্বল দিন দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তবে এরই মধ্যে অস্ট্রিয়ার সিভিয়ার ওয়েদার সেন্টার খবর দিলেন আগামীকাল বৃহস্পতিবার থেকে অস্ট্রিয়ায় একটানা ৯ দিন বৃষ্টিপাত হবে। এ যেন বাংলাদেশের আষাড় মাসের ঘাদলার দিন…