
অস্ট্রিয়ায় বছরের প্রথম তুষারপাত
অস্ট্রিয়ার পশ্চিমের Salzburg রাজ্যের আল্পস পর্বতমালার জেলা Obertauern জেলায় এবছরের প্রথম তুষারপাত শুরু হয়েছে ভিয়েনা ডেস্কঃ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার আবহাওয়া বিষয়ক সংস্থা জিওস্ফিয়ার অস্ট্রিয়া ও জাতীয় সংবাদ মাধ্যম দেশে এবছরের প্রথম তুষারপাতের কথা জানায়। অস্ট্রিয়ার জনপ্রিয় সংবাদ মাধ্যম OE24 জানায়, সকাল থেকেই Salzburg রাজ্যের এই আল্পস পর্বতমালার জেলায় প্রায় ১৫ সেন্টিমিটার নতুন তুষারপাত রেকর্ড…