
স্পেন,নেদারল্যান্ডস ও সাইপ্রাস থেকে অস্ট্রিয়ায় প্রবেশ করলে পিসিআর টেস্ট বাধ্যতামূলক
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় অবশেষে পর্যটন ও স্বাস্থ্যমন্ত্রণালয় এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে,আপাতত উপরোক্ত তিন দেশ থেকে আগতদের বিমানবন্দরে গার্গেল পরীক্ষা (পিসিআর) করা হবে। অস্ট্রিয়ায় নতুন করে করোনার সংক্রমণ বৃদ্ধির ফলে কিভাবে অবকাশ প্রত্যাবাসীদের মোকাবেলা করতে হবে তা সরকার ঠিক করতে পারছিল না। কেননা অস্ট্রিয়ায় অবকাশ (গ্রীষ্মকালীন ছুটি) কাটিয়ে আসা প্রতি তিনজনের একজনের শরীরে করোনার ডেল্টা…