
অস্ট্রিয়ায় প্রতি বছর গড়ে চারটি টর্নেডো পরিলক্ষিত হয়
অস্ট্রিয়াতে প্রতি বছর গড়ে বড় ধরনের চারটি টর্নেডো দেখা যায়, ১৯৯৮ সাল থেকে জিওস্ফিয়ার অস্ট্রিয়ার সংরক্ষিত ডাটা থেকে এ তথ্য জানা গেছে ভিয়েনা ডেস্কঃ বুধবার (২২ মে) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ তাদের এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, উক্ত সালের পর থেকে, টর্নেডো বলে সন্দেহ করা ঝড়ের ক্ষতির পদ্ধতিগত বিশ্লেষণ করেছে জিওস্ফিয়ার অস্ট্রিয়া।…