
অস্ট্রিয়ায় তুষারধসে ৬ জনের মৃত্যু
অস্ট্রিয়ার পশ্চিমের রাজ্য তিরল ও ফোরালবার্গে গত দুইদিনের প্রচণ্ড ঘূর্ণীঝড়, তুষারপাত এবং তুষারধসে এই পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত শুক্রবার(৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া তুষারধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ফেডারেল রাজ্য তিরল এবং ভোরালবার্গে কয়েকজন শীতকালীন ক্রীড়া পর্যটক মারা গেছেন বলে জানা…