
অস্ট্রিয়ায় করোনার শিথিলতার ব্যাপারে কোয়ালিশন সরকারের মধ্যে মতবিরোধ
আগামী শুক্রবার সরকার প্রধান সেবাস্তিয়ান কুর্জের করোনার বিধিনিষেধ আরও শিথিলতার বিরোধিতায় স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগাং মুকস্টাইন ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন যে, সরকার প্রধান চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের(ÖVP) দ্রুত করোনার বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী ভল্ফগং মুকস্টাইন (Greens)। উদাহরণস্বরূপ চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ আগামী জুন মাসের প্রথম থেকেই দেশে এফএফপি২ মাস্ক পড়ার বাধ্য-বাধ্যকতা উঠিয়ে দিতে চাইছেন…