
অস্ট্রিয়ায় রাজনীতিবিদদের বেতন বাড়ছে না: চ্যান্সেলর কার্ল নেহামার
চ্যান্সেলর কার্ল নেহামার এবং ভাইস-চ্যান্সেলর ওয়ার্নার কোগলার ঘোষণা করেছেন যে রাজনীতিবিদদের বেতন এই বছরের মুদ্রাস্ফীতির জন্য স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে না ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১ আগষ্ট) অস্ট্রিয়ার সরকার প্রধান চ্যান্সেলর কার্ল নেহামার রাজধানী ভিয়েনায় এক সংবাদ সম্মেলনে একথা জানান। “ফেডারেল পর্যায়ে শীর্ষ প্রতিনিধিদের জন্য একটি শূন্য মজুরি রাউন্ড থাকবে, মূল্যস্ফীতির জন্য বেতন সমন্বয় করা হবে…