
রাজধানী ভিয়েনা ও বুর্গেনল্যান্ড ব্যতীত সমগ্র অস্ট্রিয়াকে করোনার লাল জোন ঘোষণা
এই সপ্তাহে ভিয়েনা কমলা জোনেই থাকছে,বুর্গেনল্যান্ড রাজ্যকে হলুদ থেকে কমলা জোনে স্থানান্তরিত করা হয়েছে ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে আজ ভিয়েনা ও বুর্গেনল্যান্ড রাজ্য ব্যতীত প্রায় সমগ্র অস্ট্রিয়াকেই করোনা ভাইরাসের অতি ঝুঁকিপূর্ণ লাল জোন ঘোষণা করেছে। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সংক্রমণের বিস্তার এইভাবেই বৃদ্ধি…