
অষ্ট্রিয়ায় বাংলাদেশী বংশোদ্ভূত জান্নাতের অসাধারন কৃতিত্ব
ভিয়েনা ডেস্কঃ ভিয়েনার অতি পরিচিত মুখ কবি, সাহিত্যিক, সিনিয়র সিটিজেন এবং অষ্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি আনিসুজ্জামান এর কনিষ্ঠ কন্যা জান্নাতুল ফেরদাউস জামান এবার অষ্ট্রিয়ার রাজধানি ভিয়েনা থেকে Bechelor of Science in Health Studies নিয়ে FH Campus থেকে কৃতিত্বের সাথে এই ডিগ্রি অর্জন করেন। জান্নাতুল ফেরদাউস জামান ২০০৮ইং সালে তার পরিবারের সাথে ভিয়েনা আসেন।…